প্রশ্ন ফাঁসের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার
জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলার অন্যতম আসামি মাহবুব রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে অভিযান চালিয়ে আক্কেলপুর উপজেলার কাদোয়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব উপজেলার তিলকপুর ইউনিয়নের করমজি সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষক। এ নিয়ে জয়পুরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তারের সংখ্যা চারজনে দাঁড়াল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আনোয়ার হোসেন জানান, গত ২৮ আগস্ট জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে শহরের হাজি বদর উদ্দিন সড়ক এলাকার প্রফেসরপাড়ার ওয়াহেদ আলীর বাসা থেকে কবীর হোসেন (২৪) ও আবু কাহার (২৩) নামের দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ফাঁস হওয়া প্রশ্নপত্র, উত্তরপত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কবীর হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র এবং আবু কাহার জয়পুরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র। কবিরের বাড়ি কুড়িগ্রামে আর আবু কাহারের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবিতে।
ওসি জানান, তাঁদের জিজ্ঞাসাবাদের তথ্যানুসারে গত ১৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকার আমিনুল ইসলামকে (২৮) ঢাকার কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়। আমিনুলের দেওয়া তথ্যানুসারে গ্রেপ্তার করা হয় মাহবুব রায়হানকে।
১৯৯৯ সালের ৮ জুন মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেন। অভিযোগ রয়েছে, অল্প বেতনের শিক্ষক হয়েও তিনি নওগাঁ শহরে চারতলা বাড়ি নির্মাণ করেছেন।