‘বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে’
গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে যুবলীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এ দেশের জনগণ যেখানে জঙ্গি সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় না। কাজেই কোনো হওয়ার সম্ভাবনা নেই এটাই আমরা বলছি। তদুপরি আমাদের দক্ষ, চৌকস, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী রয়েছে। কেউ যদি কোনো ঘটনা ঘটাতে চায়, আইন অনুযায়ী তার বিচার হবে।’
এদিকে রায়কে ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ এক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘২১ আগস্ট বোমা হামলার রায় হবে। এটি নিয়ে কোনো ধরনের কোন নিরাপত্তা হুমকি নেই। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগও নেই। আমাদের নজরদারি রয়েছে। আমরা সতর্ক রয়েছি। আমরা প্রস্তুত রয়েছি। যদি কোনো স্বার্থান্বেষী মহল জনগণের নিরাপত্তা বিঘ্নিত, সম্পদ জ্বালাও পোড়াওয়ের কোনো অপচেষ্টা করে, কঠোরভাবে তাকে দমন করার পূর্ণ প্রস্তুতি রয়েছে। কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না।’
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করবেন।