‘ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘দেশে আবারও কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। যেকোনো ধ্বংসাত্মক পরিস্থিতি মোবাকিলায় সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।’
আজ রোববার দুপুরে নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সজাগ আছে। আইনশৃঙ্খলা বাহিনী তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সারা বাংলাদেশে নজর রাখছে, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয়। ষড়যন্ত্র করে ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার নামে যাতে আর কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। তবে এবার সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হবে না বলে আমার বিশ্বাস।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পরিবহন ধর্মঘট নিরসনে আন্দোলনরত মালিক-শ্রমিক ফেডারেশনের বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে এই সংকট দ্রুত সমাধান করা হবে।’
অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশিদ হোসেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন। জনসভায় সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।