পশুর বর্জ্য অপসারণে অভিযোগ জানতে চান সাঈদ খোকন
পশুর বর্জ্য অপসারণ-সংক্রান্ত যেকোনো অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
আজ শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়র সাঈদ খোকন দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো স্থানের আবর্জনা অপসারণ-সংক্রান্ত অভিযোগ বা সহায়তা পেতে সংস্থার ওয়েবসাইটে (www.dhakasouthcity.gov.bd) ঢুকে কমপ্লেইন বক্সে জানানোর জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ডিএসসিসির নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে (৯৫৫৬০১৪) অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হবে।