নির্বাচনে আসা ছাড়া বিএনপির বিকল্প নাই : তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি যত কথা বলুক, নির্বাচনে আসা ছাড়া ওদের বিকল্প কিছু নাই। যত শর্ত দিক।’
আজ শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এককর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
কর্মীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, ‘আবার যদি বিএনপি সেই সুযোগ পায়, কি কঠিন অবস্থা হবে আপনাদের সেটা ভাবতে পারেন? সুতরাং প্রত্যেকটা ঘরকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করুন।’
সংলাপ ও সভা সমাবেশ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সাথে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আমিও ছিলাম। আমিও যুক্তিতর্ক দিয়ে তাদের বক্তব্য খণ্ডন করেছি। তারা চায়, একটা উপদেষ্টামণ্ডলীর সরকার, যেটা সংবিধানে নাই। তারা চায়, সংসদ বিলুপ্ত হোক। যেটা সংবিধানে নাই। সুতরাং তারা জনসভা করেছে খালি রাজশাহী। জনসভা করতে পারবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না।’
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন।
এর আগে সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে এবং মিছিল করে সরকারি স্কুল মাঠে আসতে থাকেন।
এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, পৌর মেয়র মুনিরুজ্জামান মনির প্রমুখ।