বিএনপিকে তোফায়েলের ধন্যবাদ
আন্দোলন না করে চুপচাপ থেকে দেশের ‘উন্নয়ন-অগ্রগতিতে সহায়তা’ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। তিনি বলেছেন, অনেক আন্দোলন ও জ্বালাও-পোড়াও করে বিএনপি দেখেছে মুলত তাদের কোনো লাভ হচ্ছে না। বরং দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। শেষ পর্যন্ত তাদের (বিএনপি) বোধোদয় হয়েছে। আন্দোলন থেকে সরে এসে তারা এখন ভোটের রাজনীতিতে এসেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার ফল দেশবাসী পাচ্ছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা যে কত বেশি প্রয়োজন, চলতি ২০১৬ সাল তারই প্রমাণ দিয়েছে। ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়ছে। বিদেশিরা বিনিয়োগে এগিয়ে আসছেন। দেশ দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে চলেছে।
বিএনপির চুপচাপ থাকা প্রসঙ্গে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ধানের শীষ নিয়ে জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার খেসারত বিএনপি এখন দিচ্ছে। তারা বুঝতে পেরেছে, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এজন্যই এখন তারা ধানের শীষ প্রতীক নিয়ে শুধু পৌরসভা নির্বাচনেই নয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও অংশ নিচ্ছে। যা-ই হোক এটা দেশের জন্য মঙ্গলজনক।