মিনায় ছেলের সামনে মায়ের মৃত্যু, তবু লাশ মেলেনি
সৌদি আরবের মিনায় ছেলের সামনে পদদলিত হয়ে তাঁর মা মারা গেছেন। মৃত্যুর পর ছেলের বুক থেকে মায়ের লাশ নিয়ে যায় সৌদি আরবের পুলিশ। কিন্তু আজ রোববার পর্যন্ত মায়ের লাশ আর দেখতে পারেননি ওই ছেলে।
নিহত মায়ের নাম ফিরোজা খানম। তিনি জামালপুর শহরতলির হাটচন্দ্রা গ্রামের খন্দকার সিরাজুল ইসলামের স্ত্রী। তাঁদের পাঁচ সন্তান রয়েছে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা ফিরোজা খানম তাঁর ছেলে খন্দকার মোজাহারুল ইসলামকে নিয়ে এবার হজে গিয়েছিলেন।
ফিরোজার ছোট ছেলে খন্দকার ফরিদুল ইসলাম জানান, হজে পদদলিত হয়ে মৃত্যুর সময় তাঁর ভাই খন্দকার মোজাহারুল ইসলাম মায়ের সঙ্গে ছিলেন। মারা যাওয়ার পর মাকে বুকে নিয়ে কাঁদছিলেন তাঁর ভাই। তখন সৌদি পুলিশ অ্যাম্বুলেন্সে করে তাঁর মায়ের লাশ নিয়ে যায়। পুলিশ জানিয়েছিল, হাসপাতাল থেকে তাঁর মায়ের লাশ ফেরত দেবে। কিন্তু আজ রোববার পর্যন্ত হাসপাতালে ঘুরেও মায়ের লাশ পাননি তাঁর ভাই।
এদিকে ভিসার মেয়াদও রয়েছে আর মাত্র দুদিন। এ অবস্থায় সৌদি আরবে তাঁর ভাই মায়ের লাশ দেখার আশায় দিশেহারা হয়ে হাসপাতালে ঘোরাঘুরি করছেন বলে জানান খন্দকার ফরিদ।
ফিরোজা খানমের কুলখানি আজ রোববার জামালপুরের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়।