অস্ট্রেলিয়ার আশঙ্কা ভিত্তিহীন : বিএনপি
বাংলাদেশে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তার আশঙ্কা ভিত্তিহীন বলে মনে করে বিএনপি। তবে তথ্যমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তির জঙ্গিবাদের বক্তব্য এই আস্থাহীনতার পরিবেশ তৈরি করেছে বলেও দাবি করেছে দলটি।
আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মলনে এসব কথা বলেন দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।urgentPhoto
রিপন বলেন, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে উগ্র মৌলবাদ বা জঙ্গিবাদের কোনো স্থান নেই। সংবাদ সম্মেলনে বলা হয়, আস্থাহীনতার যে সংকট সৃষ্টি হয়েছে, তার উত্তরণ ঘটানোর দায়িত্ব সরকারের। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ও ইতিবাচক রাজনীতির প্রসার ঘটানোর দাবি করা হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে আশা করে আসাদুজ্জামান রিপন বলেন, দুই দলের প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখার জন্য অপেক্ষায় রয়েছে এ দেশের মানুষ।
আজই নিরাপত্তা ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল, ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ২৬ সেপ্টেম্বর ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিসিবির সভাপতি। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, নিরাপত্তা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার উদ্বেগ ভিত্তিহীন।