বিদ্রোহী হলে কঠোর ব্যবস্থা : হানিফ
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হতে চাইলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দল থেকে মনোনয়নের ক্ষেত্রে যাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, বিশেষ করে জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভা চেয়ারম্যানদের মনোনয়ন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তাই অনেক যোগ্য প্রার্থীও মনোনয়ন পাননি। দলের এ সিদ্ধান্তের বাইরে যদি কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়, তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে হানিফ এসব কথা বলেন।
বিএনপিকে দেশের মানুষ আর কখনো গ্রহণ করবে না বলেও এ সময় হানিফ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনেও বিএনপিকে জনগণ দূরে রাখবে। আর আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হবে।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সাংগঠনিক সম্পাদক এস এম মেহেদী হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।