জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার
তাবলিগ জামাতের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এদের আমরা চিহ্নিত করব এবং আইন অনুযায়ী তার বিচার হবে।’
ইজতেমা মাঠ, মসজিদ ও মাদ্রাসা এখন প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ শনিবার সচিবালয়ে তাবলিগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইলেকশন পর্যন্ত ইজতেমার জন্য সকল ধরণের প্রস্তুতি সভা কিংবা সব ধরণের ইজতেমার কার্যকলাপ বন্ধ থাকবে। তা সারাদেশব্যাপি। ইজতেমা কিন্তু বন্ধ হচ্ছে না। ইজতেমার তারিখ শুধু শিফট হচ্ছে।’
সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে তাবলিগ জামাতের দুই পক্ষকেই ইজতেমা মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সভায় মাওলানা সাদের সমর্থিত গ্রুপের ওয়াসিফুর ইসলাম ও ইব্রাহিম দৌলা এবং মাওলানা জুবায়ের হোসেনের পক্ষে আশরাফ আলী ও আব্দুল কুদ্দুস অংশ নেন। প্রায় দুইঘণ্টার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইজতেমার একটি সূত্র জানায়, কয়েকদিন ধরেই মাওলানা সাদের প্রতিপক্ষ মাওলানা জুবায়েরের সমর্থকরা টঙ্গীর তুরাগ তীরের ইজতেমার ময়দানে অবস্থান নেন। আজ সকালে মাওলানা সাদের সমর্থকরা ময়দানে প্রবেশ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।
দুপুরে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সকালে আশকোনা এলাকায় তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষের সময় বেশ কয়েক আহত হয়। এর মধ্যে ইসমাইল হোসেন (৭০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি মুন্সীগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’