ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব : স্বরাষ্ট্রমন্ত্রী
যারা ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ শনিবার গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিশ্ব ইজতেমা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের পরে অবশ্যই ইজতেমা হবে। যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা নির্বাচনের পরে একসঙ্গে বসবেন। নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে নিশ্চয়ই তারা এগুলো ঠিক করবেন। ইজতেমা আবারো সুন্দরভাবে হবে এটাই আমরা আশা করি।
আসাদুজ্জামান খাঁন কামাল আরো বলেন, ‘বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাঠে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। মামলাগুলো তদন্তের পরে যারা দোষী ব্যক্তি, যারা এ ঘটনা ঘটিয়েছেন এবং যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে ইজতেমা ময়দানে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন ও এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরসহ ইজতেমার লোকজন উপস্থিত ছিলেন।
গত ১ ডিসেম্বর শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুইপক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এ ঘটনায় একজন নিহত ও কয়েকশ ব্যক্তি আহত হন। এরপর থেকেই ইজতেমা ময়দান আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।