‘পরাজয়ের ভয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে সরকার’
জাতীয় নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো একযোগে নির্বাচন করায় বর্তমানে বিরোধীদল অনেক বেশি শক্তিশালী। তাই নির্বাচনে পরাজয়ের ভয়ে সরকার মিথ্যা মামলায় বিরোধী নেতাকর্মীদের হয়রানি করছে।’
নজরুল ইসলাম আরো বলেন, ‘নির্বাচন সামনে। এখন যদি এসব নেতাকে জেলে না দেওয়া যায় তাইলে তাদের জেতার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনস্থির করে ফেলেছে নির্বাচনের দিনে তারা ভোটকেন্দ্রে যাবে, তারা ভোট দেবে, যত জবরদস্তিই করা হোক না কেন তারা তাদের পছন্দনীয় প্রার্থীকে বিজয়ী করবে। আর সে প্রার্থী হবে ধানের শীষের প্রার্থী।’
ভোটের দিন কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে সরকারের সব বাধা উপেক্ষা করা হবে বলে জানান নজরুল ইসলাম খান।