ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী এখন সম্পূর্ণই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই তারা কাজ করছে।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
নির্বাচনের আগে অস্ত্র জমাদানের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করা যাবে না।
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন- তাদের মধ্যে যদি কারো বৈধ অস্ত্র থাকে শুধু তারা নিরাপত্তার প্রয়োজনে সাথে অস্ত্র রাখতে পারবেন, কিন্তু প্রদর্শন করতে পারবেন না।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রের ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশন আগামী দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে।