ঢাকায় প্রধানমন্ত্রী, সড়কে সড়কে সংবর্ধনা
‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানিয়েছে আওয়ামী লীগ, এর অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠন এবং ১৪ দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান।
urgentPhoto
এর আগে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আট দিনের সফর শেষে আজ শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ২৩ মিনিটে সিলেটের ওসমানী বিমানবন্দরে অবরতর করে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। পরে সেখানে এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে দুপুর দেড়টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে ঢাকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল ১৪ দল ও সমমনা সংগঠনগুলো। এই সংবর্ধনার অংশ হিসেবে বিমানবন্দর থেকে মহাখালী ফ্লাইওভার হয়ে জাহাঙ্গীরগেট, জাহাঙ্গীরগেট থেকে বিজয় সরণি ও জাতীয় সংসদভবন হয়ে গণভবন পর্যন্ত সড়কের দুই ধারে দাঁড়িয়ে বিপুল নেতা-কর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান। এ সময় তাঁদের হাতে ছিল অভিনন্দন বার্তা লেখা ব্যানার- ফেস্টুন।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। সেখানে গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন তিনি। এর আগে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিচক্ষণ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন্স অব দি আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেন শেখ হাসিনা।
জাতিসংঘ অধিবেশনের এ সফরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, পররাষ্ট্রসচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছিলেন।
এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে ১১৯ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফরকালে শেখ হাসিনার সফরসঙ্গী ছিল।