‘বিনা ভোটের এমপিরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন’
গাইবান্ধায় সরকারি দলের এক সংসদ সদস্যের গুলিতে শিশু গুলিবিদ্ধ হওয়ার অভিযোগের কথা উল্লেখ করে বিএনপি বলেছে, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন। এতে সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য ব্যাহত হচ্ছে এবং তাদের দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের বিভিন্ন তথ্য তুলে ধরে অভিযোগ করেন, দল পুনর্গঠনের কাজ বাধাগ্রস্ত করতেই সরকার সমর্থক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব করছেন।
গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ নামে এক শিশু আহত হয় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন। সৌরভ সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করে বিএনপির মুখপাত্র বলেন, ‘রাষ্ট্র ও সমাজে মানুষ এখন ঘরে-বাইরে আর কোনোভাবেই নিরাপদ বোধ করছে না। বিনা ভোটের এমপিরা, শাসকদলের ক্যাডাররা সারা দেশে যেভাবে তাণ্ডব ও নৈরাজ্য বিস্তার করছে- তাতে এখন মায়ের পেটের শিশু যেমন নিরাপদ থাকেনি, সাধারণ মানুষসহ অবুঝ শিশুরাও তাদের সন্ত্রাসের শিকারে পরিণত হচ্ছে প্রতিদিন।’
সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এ বিএনপি নেতা। তিনি বলেন, ‘এ সংসদের সদস্যরা অনেকেই নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবছেন। বিনা ভোটের সংখ্যাগরিষ্ঠ এমপিদের দ্বারা গঠিত এই সরকার নিজেদেরও জবাবদিহি করতে অনাগ্রহী। তাই তাদের পক্ষে দেশে কোনোভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক ভিত্তি নেই বলে আমরা মনে করি।’
সংসদ ভেঙে দিয়ে একটি নতুন নির্বাচন আয়োজনের পথকে সুগম করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটি দ্রুত নির্বাচন দিয়ে প্রকৃত জনপ্রতিনিধিদের দ্বারা নতুন একটি সংসদ গঠনের প্রক্রিয়া শুরুর আহ্বান আসাদুজ্জামান রিপন।
গত কয়েকদিনে ইতালীয় ও জাপানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রেক্ষাপটে দেশের নাগরিকরা এখন নিরাপত্তাহীন।
এ সময় সরকারঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীর মালিকানাধীন প্রচারমাধ্যম বিরোধী দলের দেওয়া বক্তব্য-বিবৃতি বিকৃত করে প্রকাশ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘আমরা যা বলছি না, তা তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে ভিন্নভাবে প্রচার করছে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারঘনিষ্ঠ এসব প্রচারমাধ্যমের প্রতিনিধিও আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত না থেকে তথ্য বিকৃতি ঘটাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।’