প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করলেন ক্রিকেটাররা
‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ নিয়ে আজ শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অন্যদের মতো প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন মাশরাফি-মুশফিকরাও।
বিসিবি সূত্র জানায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গণভবনে পৌঁছায় বেলা ২টার পর। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি নাজমুল হাসান।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ‘বিচক্ষণ নেতৃত্বের’ স্বীকৃতি হিসেবে জাতিসংঘের ‘চ্যাম্পিয়নস অব দি আর্থ’ এবং তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পুরস্কার গ্রহণ করেন শেখ হাসিনা।