বিএনপি প্রার্থীরা গায়েবি আদেশের অপেক্ষা করছে : তথ্যমন্ত্রী
কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনের মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ধানের শীষের প্রার্থীরা মাঠে না থাকায় রহস্য তৈরি হয়েছে। সন্দেহ হচ্ছে বিএনপি প্রার্থীরা একটি গায়েবি আদেশের অপেক্ষা করছে।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে গায়েবি ক্ষমতা হবে না, অদৃশ্য সংকেতও আসবে না। ৩০ তারিখেই ভোট হবে এবং বিএনপির সকল চক্রান্ত মোকাবেলা করব।
আজ শনিবার বিকেল ৫টায় নিজের নির্বাচনী এলাকা মিরপুর উপজেলার আমলা এলাকায় বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা শেষে এক জনসভায় এসব কথা বলেন হাসানুল হক ইনু।
জাসদের সভাপতি ইনু বলেন, ভোটে কারচুপির জনক ও হেডমাস্টার হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান। আর সুক্ষ কারচুপির কারিগর হচ্ছে বেগম জিয়া ও বিএনপি-জামায়াত। জনগণকে বিএনপির চক্রান্ত মোকাবিলার জন্য সতর্ক থাকারও আহ্বান জানান ইনু।
এ সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।