ক্রিকেটার শাহাদাতের স্ত্রী গ্রেপ্তার
গৃহকর্মী নির্যাতনের ঘটনায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নৃত্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
urgentPhoto
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান জানান, কাল রাতে রাজধানীর মালিবাগের পাবনা গলিতে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, শাহাদাতের স্ত্রীকে বর্তমানে মিরপুর মডেল থানায় রাখা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হবে।
গত ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় মিরপুরের ১১ নম্বর সেকশনের কালশী রোডসংলগ্ন সাংবাদিক প্লটের গেট থেকে মাহফুজা আক্তার হ্যাপি নামের ১১ বছর বয়সী এক মেয়েশিশুকে উদ্ধার করে স্থানীয় লোকজন। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন ও চোখ ফোলা ছিল। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে।
হ্যাপি আরো জানায়, নির্যাতনের কারণে সে ওই বাসা থেকে পালিয়েছে।
৬ সেপ্টেম্বর রাতেই খন্দকার মোজাম্মেল হক নামের মিরপুরের এক বাসিন্দা বাদী হয়ে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় কাল রাতে গ্রেপ্তার করা হয় শাহাদাতের স্ত্রীকে।