নিরাপত্তা নিয়ে সন্দেহ থাকা উচিত না
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও বিদেশি নাগরিকদের সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এ নিয়ে তাদের দ্বিধা বা সন্দেহ থাকা উচিত না। আজ মঙ্গলবার বিদেশি কূটনীতিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ আশ্বাস দেন। urgentPhoto
অপরদিকে ব্রিফিং থেকে বেরিয়ে কূটনৈতিক কোরের ডিন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার কূটনৈতিক জোন হিসেবে পরিচিত গুলশানে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কদিন পর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক হোশি কুনিওকে হত্যা করে একদল দুর্বৃত্ত।
এসব ঘটনার পর নিজ নিজ নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দেয় কয়েকটি দেশ। এই অবস্থায় বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইতালিসহ বেশির ভাগ দেশের কূটনীতিকরা অংশ নেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘রাষ্ট্রদূতরা নিশ্চিত থাকতে পারেন তাঁদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যা করার দরকার আমরা সবই করছি। যারা এই দুটি ঘটনা সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার জন্য এবং আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। রাষ্ট্রদূতদের আমরা আশ্বস্ত করেছি, এ ব্যাপারে তাঁদের কোনো সন্দেহ বা দ্বিধা থাকা উচিত নয়। এ ব্যাপারে তাঁরা সবাই একমত হয়েছেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, শুধু ঢাকা কিংবা কূটনৈতিক এলাকাই নয়, সারা দেশে বসবাসকারী বিদেশিদের নিরাপত্তায় কাজ করবে সরকার।
এর পরই কূটনৈতিক কোরের ডিন ও ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইতালি ও জাপানি নাগরিক নিহতের ঘটনায় অপরাধীদের ধরে আইনের আওতায় আনার আশ্বাস পাওয়া গেছে সরকারের পক্ষ থেকে।’
রবার্ট গিবসন আরো বলেন, ‘আমরা আলোচনা করেছি সারাদেশে অতিরিক্ত নিরাপত্তার বিষয়ে, যাতে বিদেশি নাগরিকরা নিরাপদে থাকতে পারে। এ বিষয়ে সরকারও আমাদের সঙ্গে একমত। আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, এ ধরনের নৃশংস হত্যার সঙ্গে জড়িতদের ধরে আইনের আওতায় আনার জন্য।’