মোট শিক্ষার্থীর ১৩ ভাগ কারিগরি শিক্ষা নিচ্ছে : শিক্ষামন্ত্রী
দেশে মোট শিক্ষার্থীর ১৩ ভাগ কারিগরি শিক্ষা গ্রহণ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার নটরডেম কলেজ মিলনায়তনে দুদিনব্যাপী ‘৬ষ্ঠ জাতীয় প্রকৃতি মেলা ২০১৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কারিগরি শিক্ষাকে বিগত সময়ে হেয় করা হতো উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ১৯৯৬ সালে যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন মোট শিক্ষার্থীর এক ভাগেরও কম শিক্ষার্থী কারিগরি শিক্ষায় পড়াশুনা করত।
‘কিন্তু দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই আওয়ামী লীগ সরকার নানা ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করায় বর্তমানে মোট শিক্ষার্থীর ১৩ ভাগ কারিগরি শিক্ষা গ্রহণ করছে। তাদের জন্য বিদেশ থেকে শিক্ষক প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে।’
শিক্ষা ক্ষেত্রে নানা উন্নয়নের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী আরো বলেন, বর্তমানে ৯৯ ভাগেরও বেশি শিশু স্কুলে যাচ্ছে। তাদের সবাইকে এখনও ধরে রাখতে না পারলেও ৯৭ ভাগকে ধরে রাখতে সরকার সক্ষম হয়েছে। শিগগিরই এটা শতভাগে উন্নীত হবে বলেও তিনি জানান।
নটরডেম কলেজ নেচার স্টাডি ক্লাবের সহযোগিতায় ইন্টারন্যশনাল ইউনিয়ন কনজারভেশন নেচার (আইইউসিএন) এই প্রকৃতি মেলার আয়োজন করে। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রকৃতিকে রক্ষায় তাদের উদ্ভাবনী নানা প্রকল্প নিয়ে হাজির হয়। ছিল প্রকৃতির উপর ধারণকৃত আলোকচিত্র, চারা গাছ ও বিভিন্ন ধরনের বইয়ের প্রদর্শনী।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই প্রকৃতির উপর স্বেচ্ছাচারিতা, যেমন-বন উজার, পাহাড় ধ্বংস ইত্যাদি বন্ধ করতে হবে।
বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক ড. তপন কুমার দে এবং আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি ইসতিয়াক উদ্দিন আহমেদ।