ঐশীসহ তিনজনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন ২০ অক্টোবর
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় নিহতদের মেয়ে ঐশী রহমানসহ তিনজনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদের আদালতে এ মামলায় ঐশীসহ তিনজনের আত্মপক্ষ সমর্থন (৩৪২ ধারায় পরীক্ষা) করার দিন ধার্য ছিল। আজ তাঁদের আত্মপক্ষ সমর্থন শেষে বিচারক যুক্তি উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেন।
এদিকে আজ সাক্ষ্যগ্রহণ উপলক্ষে মামলার অন্যতম আসামি ঐশী ও ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে আদালতে হাজির করা হয়। অন্যতম আরেক আসামি মিজানুর রহমান রনি জামিনে হাজির ছিলেন।
এ মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন আদালতে বিভিন্ন সময় সাক্ষ্য দেন।
২০১৪ সালের ৯ মার্চ ঐশীকে প্রধান আসামি করে আরো দুই জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল খায়ের। পরে গত বছরের ৩০ নভেম্বর ঢাকার তিন নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এ মামলায় অভিযোগপত্রের ৪৯ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন অর্থাৎ ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ছোট ভাই মো. মশিউর রহমান রুবেল পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।