তারেক রহিম আশঙ্কাজনক, টুটুল ও রণদীপম বিপদমুক্ত
দুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক রণদীপম বসু আশঙ্কামুক্ত। তবে অপর আহত লেখক তারেক রহিমের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. মাহফুজুর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, টুটুল ও রণদীপম বসু আশঙ্কামুক্ত। কিন্তু তারেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁর মাথায় কোপ লেগেছে। মস্তিষ্ক অক্ষত, পেটে গুলি লেগেছে। তাঁকে অন্য বিভাগে নেওয়া হয়েছে।
আহত টুটুল দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী। তারেক রহিম ও রণদীপম বসু দুজনই লেখক।
আজ শনিবার দুপুরে রাজধানীর লালমাটিয়া এলাকার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা তাঁদের তিনজনকে কুপিয়ে ও একজনকে গুলি করে রেখে বাইরে থেকে তালা দিয়ে চলে যায়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
শুদ্ধস্বর প্রকাশনী সংস্থা থেকে ব্লগার অভিজিৎ রায়ের ‘অবিশ্বাসের দর্শন’সহ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অভিজিৎ রায়কে হত্যার পর থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের হুমকি পেয়ে আসছিলেন। এর পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত টুটুলের বন্ধুরা জানান।