দুটি ঘটনার প্রকৃতি একই রকম : পুলিশ
প্রকাশকদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার শেখ মারুফ হাসান বলেছেন, ‘আমার মনে হয়, দুটো ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে। এটা (প্রকাশক ফয়সাল আরেফিন দীপন) হয়তো একটু পরে ডিটেক্ট হয়েছে। দুটো ঘটনার প্রকৃতি প্রায় একই রকম মনে হচ্ছে আমার কাছে।’
শনিবার রাজধানীর আজিজ সুপার মার্কেটে এসে সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার।
আজিজ সুপার মার্কেটেই জাগৃতি প্রকাশনার কার্যালয় থেকে উদ্ধার করা হয় প্রতিষ্ঠানটি কর্ণধার ফয়সাল আরেফিন দীপনের লাশ। এর আগে দুপুরে লালমাটিয়ায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয় থেকে গুরুতর আহত অবস্থায় প্রতিষ্ঠানটি কর্ণধার আহমেদুর রশীদ টুটুলসহ দুজনকে উদ্ধার করা হয়।
‘সবাইকে কিন্তু পেছন থেকে...’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ‘সবাইকে কিন্তু পেছন থেকে ঘাড়ের ওপরে আঘাত করা হয়েছে। যেমন মাথা, ঘাড়, হাত বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত আছে।’
ঘটনার পর তালাবদ্ধ
নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতিতে রক্তাক্ত দেহ পড়ে ছিল প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের। প্রকাশনা কার্যালয়ে তালা দেখে বিকেল ৪টার দিকে ফিরে আসেন তাঁর বাবা আবুল কাসেম ফজলুল হক। তাঁকে কোথাও খুঁজে না পেয়ে আবারো গিয়ে তালা খুলে দেখেন, দীপন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
লালমাটিয়ার ‘সি’ ব্লকের পাঁচতলা ভবনের চারতলায় প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, কবি তারেক রহিম ও ব্লগার রণদীপম বসুকে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে জখম করার পর দরজার বাইরে তালা লাগিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।