কয়লাবোঝাই কার্গো উদ্ধারে কাজ শুরু হয়নি
মংলা বন্দরের পশুর নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবির চারদিন পরও উদ্ধার অভিযান শুরু হয়নি। তবে আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ, প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে লোকজন মংলার পথে রওনা হয়েছে। উদ্ধারকারী জাহাজটি আগামী বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কার্গো জাহাজ এমভি জিয়া রাজের মালিক দিলসাদ হোসেন খান জানান, আগামী বৃহস্পতিবার থেকে পশুর নদে ডুবে যাওয়া জাহাজ থেকে প্রথমে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। এরপর জাহাজ উত্তোলনের কার্যক্রম চলানো হবে। তিনি আরো জানান, দেশের বহু নদীতে জাহাজ ডুবির ঘটনা ঘটছে। কিন্তু জাহাজ মালিকদের বিরুদ্ধে কখনো কোনো মামলা হয়নি। অথচ বনবিভাগ এই জাহাজটির বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেছে।
জাহাজটি বর্তমানে পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। এখন আস্তে আস্তে পলি পড়ে মাটির নিচে জাহাজটি আটকে যাচ্ছে। যত দেরি হবে ততই উত্তোলনে সময় বেশি লাগবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
গত ২৭ অক্টোবর রাত ১০টার দিকে পশুর নদে ডুবে যায় কয়লাবোঝাই কার্গো জাহাজ এমভি জিয়া রাজ। এরপর পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মংলা থানায় নৌযান মালিক ও চালককে আসামি করে মামলা করে বনবিভাগ।