পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি ছাত্রলীগের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি আবাসিক ছাত্র হলে পুলিশের নির্যাতনে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও ক্ষতিপূরণ না দিলে ১০ নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুমকি দিয়েছে তারা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ছাত্রলীগ নেতারা। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত সোমবার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বরণকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতারা সমস্যা সমাধানে এগিয়ে এলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে পুলিশ ছাত্রদের ওপর হামলা চালায়। পরে শাহ আমানত ও শাহজালাল হলে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। তারা নিরীহ শিক্ষার্থীদের লাঠিপেটা করে শতাধিক শিক্ষার্থীকে আহত করে। এ সময় হল থেকে বই, মুঠোফোন, ল্যাপটপ, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় দুটি হলের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগ নেতারা।