আইনশৃঙ্খলা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সরকারের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার ঢাকা সফররত দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে এ সন্তোষের কথা জানান।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন দুই মন্ত্রী। এ সময় উইলিয়াম টড সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া পুলিশ-প্রকাশকসহ অন্যান্য হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আমরা শোকাহত। এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যে ভূমিকা নিয়েছে, তাতে আমরা সন্তোষ প্রকাশ করছি।’
বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে উইলিয়াম টড জানান, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এর বেশি আর কিছু বলতে রাজি হননি তিনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বৈঠকের বিষয়ে উইলিয়াম টড যা বলেছেন, তার বাইরে আমার অন্য কোনো বক্তব্য নেই।’ এ ছাড়া তিনি সাম্প্রতিক হত্যাকাণ্ডের বিষয়ে শোক প্রকাশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র যদি সন্তোষ প্রকাশ করেই থাকে, তাহলে তারা কেন বাংলাদেশ সফরের ওপর থেকে সতর্কতা (অ্যালার্ট) প্রত্যাহার করছে না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটি মার্কিন নীতি। তারা তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেটাই নিয়েছে।’
তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।