কোনো ষড়যন্ত্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো ষড়যন্ত্র বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। নেদারল্যান্ডসে তিন দিনের সরকারি সফরের শেষ দিন গতকাল বৃহস্পতিবার রাতে হেগে গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউসে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তাঁর সরকারের সঠিক নির্দেশনা ও পরামর্শ, জনগণের অদম্য কাজের স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন আগামী দিনগুলোতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ২০২১ সালের আগেই বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্য দূর করে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
urgentPhoto
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, গতকাল রাতেই দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী ইউরোপের দেশটির আমস্টারডাম শিফোল বিমানবন্দর ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তিনি দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। গত মঙ্গলবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিনি নেদারল্যান্ডস সফরে যান।
সভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ সব ক্ষেত্রে অগ্রগতির সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে এখন আর কেউ উপেক্ষা করতে পারছে না। অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়ন লাভের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথ থেকে কোনো ষড়যন্ত্রই দেশকে বিচ্যুত করতে পারবে না।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতা লাভের পর থেকেই সামরিক স্বৈরশাসকরা এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বাংলাদেশে ষড়যন্ত্র করে চলছে। এসব সত্ত্বেও বাংলাদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা সামনে এগিয়ে যাওয়ার ও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি বলেন, সব ষড়যন্ত্র কাটিয়ে উঠে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।
বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা দেশের সব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে অবদান রেখেছেন। প্রবাসীরা বর্তমান অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাঁরা চলতি বছর প্রায় ২৭ দশমিক ২ বিলিয়ন (২৭২০ কোটি) মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন।