লতিফ সিদ্দিকীর হার্ট অ্যাটাক
সাবেক টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন অবস্থায় লতিফ সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হলে জরুরি ভিত্তিতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী গত ৬ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে উচ্চরক্তচাপ এবং বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন আছেন।
আজ সকাল ৯টায় হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন অবস্থায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।’
লতিফ সিদ্দিকী আইসিইউতে ডা. সজল ব্যানার্জির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন বলে জানান জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে হজ এবং তাবলিগ জামায়াত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় এ-সংক্রান্ত একটি মামলায় গত ২৫ নভেম্বর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।