জাতীয় সরকারই দেশরক্ষার একমাত্র উপায় : বি. চৌধুরী
বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘সঠিক নির্বাচন দেওয়া পর্যন্ত একটি জাতীয় সরকার গঠন করুন। এটাই হবে দেশরক্ষার একমাত্র উপায়।’
আজ শুক্রবার রাজনীতিবিদ কাজী জাফর আহমেদের স্মরণসভায় বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ স্মরণসভার আয়োজন করে নাগরিক শ্রদ্ধাঞ্জলি কমিটি।
বদরুদ্দোজা চৌধুরী ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘মাটিতে নেমে আসুন। পৃথিবীতে নেমে আসুন। মানুষের মাঝখানে চলে আসুন। কথা বলেন। কথা বলতেই হবে।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘যদি গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল করে দেওয়া হয় এবং তারা যদি না থাকে এবং তাদের বিরুদ্ধে আক্রমণ করা হয় তাহলে সেখানে জঙ্গিবাদের উত্থান হওয়া অত্যন্ত স্বাভাবিক। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। বিরোধী দলকে, গণতান্ত্রিক শক্তিসমূহকে কাজ করার সুযোগ দিন।’ তিনি আরো বলেন, ‘জঙ্গিবাদকে যদি উৎখাত করতে হয় ব্লেমগেম না করে, রাজনৈতিক দলকে দোষারোপ না করে ঐক্যের প্রয়োজন।’
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘এখন কিন্তু রাজনীতি রাজনীতিকদের হাতে নেই। দেশটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক এটা কেউ চায় না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যখন মিছিল করতে যাই, তখন যেসব পুলিশরা সামনে থাকে তাদের তো গুলির কোনো অভাব দেখি নাই। অথচ ডিউটিরত পুলিশের বন্দুকে গুলি থাকবে না, এটা ভাবা যায় না। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের কাছে জবাবদিহিতা করবেন- যে পুলিশ ভাইটি মারা গেলেন, তাঁর দায়িত্ব কে নেবে?’