শিক্ষায় দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে : প্রতিমন্ত্রী
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করায় শিক্ষাক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিযোগিতামূলক শিক্ষায় শিশুদের মেধা বিকাশে বাবা-মাকে আরো যত্নবান হতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ডিজিটাল বাংলাদেশ গড়তে এ শিশুরাই আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে।
আজ শনিবার দুপুরে পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এডওয়ার্ড কলেজের আবদুস সাত্তার মিলনায়তনে কৃতী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
পাবনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে মজিদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. নাহিম মো. শামছুল হুদা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ মাস্টার প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ দেন।