পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার কোটি টাকার প্রকল্প
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে সরকার গত ছয় বছরে পাঁচ হাজার ৮৯১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে ৫১টি নতুন প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যেই দুই হাজার ৩১৮ কোটি ৩৭ লাখ টাকা উন্নয়ন কর্মকাণ্ডে ব্যয় হয়েছে
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত এ তথ্য সংসদকে জানান।
মন্ত্রী জানান, চলতি বছরের জুন পর্যন্ত দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, একাডেমিক হল, শিক্ষার্থী হল, আবাসিক ভবন, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, পানি সরবরাহ, ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও আসবাবপত্র ক্রয় ইত্যাদি খাতে ওই দুই হাজার ৩১৮ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হয়। অবশিষ্ট উন্নয়নকাজ চলমান রয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য আবদুল লতিফের অপর এক প্রশ্ন জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান ও অবকাঠামো উন্নয়নে গত ছয় বছরে ১২টি ‘আমব্রেলা প্রজেক্টের’ মাধ্যমে ২৩৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এসব প্রকল্পের আওতাধীন ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা, রাজশাহী, বাংলাদেশ কৃষি, চট্টগ্রাম, জাহাঙ্গীর নগর, ইসলামী, খুলনা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয়, উন্মুক্ত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়নের জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে দুই হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা ব্যয় সংবলিত একটি প্রকল্প চালু রয়েছে বলেও সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।