৭৯ হজ এজেন্সির লাইসেন্স বাতিল
ওমরাহ হজের নামে মানবপাচারের অভিযোগে ৭৯টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
লাইসেন্স বাতিলের পাশাপাশি হজ এজেন্সিগুলোকে সর্বোচ্চ দুই কোটি টাকা থেকে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাতিল করা লাইসেন্স মালিকদের মধ্যে যাদের একাধিক লাইসেন্স রয়েছে, তাঁদের অন্য লাইসেন্সেও কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী। তিনি জানান, চলতি বছরের শেষ নাগাদ ফের ওমরাহ ভিসা চালু হবে।
এ সময় ধর্মমন্ত্রীর সঙ্গে ছিলেন ওমরাহ হজের নামে মানবপাচারের অভিযোগের তদন্ত কর্মকর্তা শহিদুজ্জামান।