যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক পরিণত ও গভীর : পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিগত যেকোনো সময়ের চেয়ে পরিণত ও গভীর বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দশম জাতীয় সংসদের ৮ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য এনামুল হকের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কুটনৈতিক পর্যায়ে দুই দেশের মধ্যে নিয়মিত সফর ও সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে চারটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সংলাপ, অংশীদারত্ব সংলাপ, নিরাপত্তা বিষয়ক যৌথ সংলাপ, সামরিক সংলাপ ও টিকফাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের জন্যই সহযোগিতার সম্পর্ক আরো গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ছাড়া ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসসহ নিউইয়র্কের কনস্যুলেট জেনারেল এবং লসএঞ্জেলেসের কনস্যুলেট জেনারেল দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নীত করার লক্ষ্যে অবিরাম কাজ করছে।