দেখা করার অনুমতি পাননি মুজাহিদের আইনজীবীরা
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তাঁর আইনজীবীরা। আজ শুক্রবার সকাল ১০টায় দেখা করার অনুমতি চেয়েছিলেন তাঁরা।
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর জানান, গতকাল বৃহস্পতিবার মুজাহিদের সঙ্গে দেখা করা অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন পাঁচজন আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায়নি।
গত ১৮ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ দুজনের রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। এর পর গতকাল ১৯ নভেম্বর পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দেখা করেন। এর পর সন্ধ্যায় তাঁদের দুজনকে রায় পড়ে শোনানো হয়।
এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।
তবে রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকরের সব সিদ্ধান্তই আইন অনুযায়ী নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সকালে রাজধানীর ফার্মগেটে বটমলী স্কুলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সমবায় সমিতির অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এদিকে, রায় কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।