দ্বিতীয় দফায়ও সিদ্ধান্তহীন সাকা চৌধুরী, মুজাহিদ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ দ্বিতীয় দফায়ও প্রাণভিক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। বরং আইনজীবী ও পরিবারের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেছেন বলে কারাগার সূত্রে জানা গেছে।
আজ শুক্রবার বিকেলে দ্বিতীয় দফায় সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির ও জেলার নেসার আলম তাঁদের প্রাণভিক্ষার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তাঁরা দ্বিতীয় দফায়ও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।
এ বিষয়ে জেল সুপার নেসার আলম বলেন, এখন পর্যন্ত তাঁরা প্রাণভিক্ষার আবেদন করেননি। রাষ্ট্রপতির কাছে আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, তা পরে জানাবেন বলে দুজনই কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সাকা চৌধুরী ও মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়। তাঁরা প্রাণভিক্ষার আবেদন করবেন কি না সে ব্যাপারে জানতে চাইলে কারা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেননি, সময় নিয়েছেন।
এদিকে এরই মধ্যে কারা কর্তৃপক্ষ ফাঁসির সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আইন অনুযায়ী এ প্রক্রিয়ায় ধাপগুলো মেনে চলা হবে।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের সব আইনি প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। এখন কেবল তাঁরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারেন। এটা না চাইলে বা রাষ্ট্রপতি ক্ষমা না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ড কার্যকর করবে।
তার আগে গত বুধবার এ দুজনের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। গতকাল রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশিত হওয়ার পর তা কারাগারে পাঠানো হয়।