প্রাণভিক্ষা ছাড়া অন্য কোনো সুযোগ নেই
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, কোনো মামলার বিচার শেষ হওয়ার পর মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ব্যক্তির সাথে আইনজীবীদের আর দেখা করার সুযোগ থাকে না। বিচার চলাকালীন প্রক্রিয়ার সময়ই শুধু আইনজীবীরা দেখা করতে পারেন।
আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা প্রসঙ্গে আজ শনিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, এই ক্ষেত্রে প্রাণভিক্ষার আবেদন ছাড়া আর কোনো আবেদনই করার সুযোগ নেই।
এর আগে আজ দুপুরে আলী আহসান মুজাহিদের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়। সেখানে বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলাটির সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে। এ অবস্থায় আলী আহসান মুজাহিদের বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মামলাটিতে শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে।
মুজাহিদের পরিবারের সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
মাহবুবে আলম বলেন, ‘কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি পাঁচটি মামলা থাকে তাহলে একটি মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর মৃত ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলাগুলো অটোমেটিক বাতিল হয়ে যায়। তখন আর অন্য মামলাগুলোর কোনো সারবত্তা থাকে না।’
মুজাহিদ কাউকে হত্যা করেছেন এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই তবু তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাঁর পরিবারের করা এমন অভিযোগের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল প্রশ্ন রেখে বলেন, ‘হিটলার কি কাউকে গুলি করে হত্যা করেছিলেন?’
আটর্নি জেনালের আরো বলেন, ‘এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছাড়া মুজাহিদের পক্ষে অন্য কোনো আবেদন করার সুযোগ নেই। তা ছাড়া এই মামলার রায় কার্যকর হয়ে গেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তিনি নিষ্কৃতি পেয়েই যাবেন।’