মুজাহিদের প্রাণভিক্ষার খবর অসত্য : জামায়াত
রাষ্ট্রপতির কাছে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়া-বিষয়ক খবরকে ‘সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে কারা অধিদপ্তরের বরাত দিয়ে প্রচার করা হচ্ছে যে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করছেন। প্রচারিত এ খবরটি সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর।’
এতে আরো বলা হয়, ‘পরিবারের সঙ্গে দেখা করার সময় মুজাহিদ আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি পরিবারের কাছে প্রাণভিক্ষার বিষয়ে কোনা বক্তব্য দেননি। আইনজীবীরা মুজাহিদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, কিন্তু কারা কর্তৃপক্ষ মুজাহিদের ইচ্ছা অনুযায়ী এখনো আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেননি।’
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কারা কর্তৃপক্ষকে মুজাহিদের আইনজীবীদের যত তাড়াতাড়ি সম্ভব সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে ক্ষমা নিয়ে বিভ্রান্তি নিরসনের জন্য কারা কর্তৃপক্ষের সুস্পষ্ট বক্তব্য প্রদানের আহ্বান জানাচ্ছি।’
এর আগে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে মুজাহিদ আইনজীবীদের সঙ্গে পরবর্তী আইনি বিষয়ে পরামর্শ করতে চান বলে জানানো হয়। এ বিষয়ে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর এনটিভি অনলাইনকে বলেন, ‘আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের প্রাণভিক্ষা চাওয়ার প্রশ্নই আসে না। আইনজীবীর সঙ্গে কথা বলার আগে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে তিনি আমাদের আগেই জানিয়েছিলেন। আমি মনে করি, সরকারের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রাণভিক্ষার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে।’