সাত সদস্যের জল্লাদ প্যানেল প্রস্তুত
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে প্রস্তুত করা হয়েছে সাত সদস্যের জল্লাদ প্যানেল। এদের মধ্য থেকে পাঁচজনকে বাছাই করে ফাঁসির কাজে লাগানো হবে।
আজ শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির।
জল্লাদ প্যানেলের সাত জল্লাদ হলেন শাহজাহান, রাজু, ইকবাল, হজরত, মোক্তার, মাসুদ ও আবুল।
এঁদের মধ্যে জল্লাদ শাহজাহান ২০১৩ সালের ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেন। চলতি বছরের ১২ এপ্রিল আরেক জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে ভূমিকা রাখেন জল্লাদ রাজু।
শাহজাহান ১৪৩ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ৩৬ বছর ধরে তিনি কারাগারে আছেন। আর রাজু ১৫ বছর ধরে কারাগারে আছেন। এ ছাড়া অন্য পাঁচ জল্লাদও বিভিন্ন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ফাঁসির জন্য দুটি মঞ্চ রয়েছে। এর মধ্যে পুরাতন মঞ্চটি সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি কার্যকর করতে প্রস্তুত করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের, শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লা ও কামারুজ্জামানের ফাঁসিও এই মঞ্চে কার্যকর করা হয়।