রাতেই ফাঁসি কার্যকর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি আজ শনিবার রাতেই কার্যকর করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘রাতেই ফাঁসির রায় কার্যকর হচ্ছে। আমাদের কাছে এমন তথ্য আছে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশের এই কর্মকর্তা। তবে ঠিক কখন ফাঁসি কার্যকর করা হবে তা কারা কর্তৃপক্ষ ঠিক করবে বলে তিনি জানিয়েছেন।
এর আগে আজ রাত ৯টার পর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে তাঁদের পরিবারের লোকজন দেখা করেছেন।