চট্টগ্রামের পথে সাকা চৌধুরীর পরিবার
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকরের পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার চট্টগ্রামের পথে রওনা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
এদিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, রাউজানে সাকা চৌধুরীকে কবর দেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাকা চৌধুরীকে পারিবারিকভাবে কবর দেওয়ার প্রস্তুতি থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামে লাশ আসার পর চট্টগ্রাম থেকে রাউজান পর্যন্ত লাশ পরিবহন, জানাজা এবং কবর দেওয়া পর্যন্ত যাবতীয় আনুষ্ঠানিকতায় সব রকম সহায়তা দেবেন পুলিশ সদস্যরা।
এদিকে চট্টগ্রামে সাকা চৌধুরীর লাশ আনা হলে চট্টগ্রাম থেকে রাউজান লাশ নিয়ে যাওয়ার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছে লাশ পরিবহন প্রতিহত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
অন্যদিকে রাউজান উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও রাউজানে সাকা চৌধুরীর লাশ দাফন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে।