পাকিস্তানের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ সচেতন না হলে মাদকের বিরুদ্ধে শুধু আইন দিয়ে যুদ্ধে জয়ী হওয়া যাবে না। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘পাকিস্তানের সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। তাদের কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে, নানাভাবে তারা ষড়যন্ত্র করছে। জঙ্গি সংগঠন আমরা যেগুলোকে নিয়ন্ত্রণ করেছি।’ তিনি বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিকভাবে তাদের (জঙ্গি) অনেকেই সহযোগিতা করে। যারাই সহযোগিতা করে, তাদের আমরা নিষেধ করছি। তাদের নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা নিচ্ছি।’