আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে আগামীকাল বুধবার বিকেলে বিজয় শোভাযাত্রা বের হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ মঙ্গলবার দলের আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় হানিফ এ তথ্য জানান। তিনি আরো জানান, শোভাযাত্রাটি ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে।
হানিফ দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গি ও সন্ত্রাসীদের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে এবং অবৈধ পন্থায় সরকার পতনের লক্ষ্যে গুপ্তহত্যা চালাচ্ছে। এ বছরের শুরুতে আন্দোলনে ব্যর্থ হয়েই তারা এই পথ বেছে নিয়েছে বলেও দাবি তাঁর।