ইসির জন্য কলঙ্কমোচনের নির্বাচন : নোমান
আসন্ন পৌরসভায় ভোট নির্বাচন কমিশনের (ইসি) জন্য কলঙ্কমোচনের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় পৌরসভা নির্বাচন মনিটরিং কমিটির সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন করার জন্য এখনো প্রচেষ্টা থাকে নির্বাচন কমিশনের, তাহলে গত ৫ জানুয়ারি এবং ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে অপরাধ তারা করেছে, যে কলঙ্ক পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তারা সৃষ্টি করেছে, সেই জায়গা থেকে তারা কিছুটা হলেও উদ্ধার পেতে পারে, রক্ষা পেতে পারে।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর নির্বাচন মনিটরিং সেলের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব ও বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার। এ সময় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন। সংবাদ সম্মেলনে ২০-দলীয় জোটের কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা ছাড়াও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, সারা দেশের মতো চট্টগ্রাম বিভাগের ৩৭টি পৌরসভার নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থীদের প্রচারের সময় নানা ধরনের হামলা হচ্ছে। এ ছাড়া সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বিএনপিদলীয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি, হুমকি প্রদর্শন ও নির্যাতন করছে।
ওই সময় বিএনপি নেতারা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের নানা চিত্র তুলে ধরেন। তাঁরা বলেন, নির্বাচন কমিশন ও সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হচ্ছে।