দলীয় প্রতীকে ইউপি নির্বাচন মার্চে শুরু
প্রথমবারের মতো দলীয় প্রতীকে সারা দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হবে। তবে এটি হবে শুধু চেয়ারম্যান পদে। এই নির্বাচন হবে কয়েকটি ধাপে এবং আগামী মার্চ মাসের শেষে নির্বাচন শুরু হবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান শাহনেওয়াজ।
শাহনেওয়াজ বলেন, আগামী মার্চের শেষে সারা দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুরু হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয়ভাবে এবং সদস্য (মেম্বার) পদে নির্দলীয়ভাবে ভোট গ্রহণ করা হবে। এ ছাড়া কয়েক ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার বলেন, আইন পরিবর্তন হওয়ায় এ নির্বাচন দলীয়ভাবে করার জন্য বিধিমালা ও আচরণবিধিমালায় সংশোধন করে পৌরসভার আদলে এ নির্বাচন করার বিধান করা হচ্ছে। এ নির্বাচনেও পৌর নির্বাচনের মতো সংসদ সদস্যরা (এমপি) প্রচারণা চালাতে পারবেন না। এ ছাড়া উপজেলা চেয়ারম্যানরাও প্রচার চালাতে পারবেন না।
শাহনেওয়াজ আরো বলেন, বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। দু-একদিনের মধ্যে বিধির খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এরপর চূড়ান্ত বিধিমালার গেজেট প্রকাশ করা হবে।