এসআই মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনকারী পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘গোলাম রাব্বীর শুভাকাঙ্ক্ষী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থী-গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইকরাম হোসাইন বলেন, ‘গোলাম রাব্বীর ওপর এসআই মাসুদ যে নির্যাতন করেছেন, আমরা তার নিন্দা জানাই। আইজিপি গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের তদন্ত প্রতিবেদন পাইনি। আমরা চাই এসআই মাসুদকে অবিলম্বে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হোক। মাসুদ শিকদারকে বিচারের আওতায় এনে পুলিশ দৃষ্টান্ত স্থাপন করুক। তাহলে গোটা পুলিশ বাহিনী কলঙ্কমুক্ত হবে।’
গণমাধ্যমকর্মী জাহিদ হাসান বলেন, ‘এসআই মাসুদ শিকদার পুলিশের পোশাক পরিহিত একজন সন্ত্রাসী। গোলাম রাব্বীকে অমানবিক নির্যাতনের মাধ্যমে মাসুদ শিকদার ফৌজদারি অপরাধ করেছে। আমরা ফৌজদারি আইনে তার বিচারের দাবি জানাই।’
ঢাবির আরেক শিক্ষার্থী শাকের আহমেদ বলেন, ‘গোলাম রাব্বী ভাইয়ের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী পুলিশি নির্যাতনের শিকার হয়েছে। ঢাবি শিক্ষার্থী আবদুল কাদের ভাইয়ের পায়ে গুলি করে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কয়েক মাস আগেও ডেইলি নিউ এজ পত্রিকার ঢাবি প্রতিনিধি নাজমুল পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, এটাই কি আমাদের অপরাধ?’
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি রাতে ক্রসফায়ারের হুমকি দিয়ে মোহাম্মদপুর থানার একজন পুলিশ কর্মকর্তা টাকা দাবি করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী। টাকা না দেওয়ায় তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। প্রায়ে সাড়ে তিন ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের শিকার ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ব্যাংক কর্মকর্তা ১০ জানুয়ারি সকালে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে নির্যাতনের ঘটনায় ১১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে প্রত্যাহার করে নেওয়া হয়।