প্রাথমিক তদন্তে পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বী ও সিটি করপোরেশনের কর্মকর্তা বিকাশকে নির্যাতনের ঘটনায় প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। অধিকতর তদন্তে প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কেউ আইনের ঊর্ধ্বে নয় এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি ঘটনাতেই পুলিশ বিভাগ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রাথমিকভাবে কিছু ভুলত্রুটি পাওয়া গেছে। তাই প্রাথমিকভাবেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন আরো তদন্ত হবে।
পুলিশ সাদা পোশাকে দায়িত্ব পালন করবে না, এর আগে জারি করা এমন নির্দেশনা বাস্তবায়নের প্রচেষ্টা চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ভারতের সঙ্গে বন্দিবিনিময় প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জেলে বন্দি বলিউডের গুলশান কুমার হত্যা মামলার আসামি আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এর সঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিনকে ফিরিয়ে আনার কোনো শর্ত নেই বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, চলমান তদন্তে তা খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাব্বীকে হেফাজতে নিয়ে নির্যাতন কেন অসাংবিধানিক হবে না- তাও জানতে চেয়েছেন আদালত। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করেন।