জাপাকে হতে হবে প্রকৃত বিরোধী দল, বললেন জি এম কাদের
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জনগণ মনে করে তাঁদের দল সরকারেরই অংশ, সংসদের কোনো বিরোধী দল নয়। যেহেতু জাতীয় পার্টিকে বিরোধী দল বলা হচ্ছে, একে প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে হবে। জাতীয় পার্টিকে সরকারের অংশ মনে করার কারণেই পৌরসভা নির্বাচনে ‘লাঙ্গলে’ নয়, ‘নৌকায়’ ভোট দিয়েছে জনগণ।
আজ মঙ্গলবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে জি এম কাদের এ মন্তব্য করেন। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দলের নতুন কো-চেয়ারম্যান ও মহাসচিবের সংবর্ধনায় জাতীয় সাংস্কৃতিক পার্টি এর আয়োজন করে। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
জি এম কাদের বলেন, দেশে কোনো জরুরি অবস্থা নেই তাই সব দলের অংশ নিয়ে মন্ত্রিসভা গঠনেরও কোনো প্রয়োজন নেই। জাতীয় পার্টিকে প্রকৃত বিরোধী দল হিসেবে কাজ করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর মাধ্যমে সংসদ আরো কার্যকর হবে বলে মন্তব্য করেন জি এম কাদের।
জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টির জনপ্রিয়তা কমাতে একটি ষড়যন্ত্র চলছে। পৌরসভা নির্বাচনই বলে দেয় জাতীয় পার্টি কীভাবে জনপ্রিয়তা হারাচ্ছে।
জি এম কাদের আরো বলেন, প্রকৃত বিরোধী দলের মতো কাজ করে জনগণের আস্থা অর্জন করবে জাতীয় পার্টি। সরকারের অংশে থেকে জাতীয় পার্টি কখনোই জনগণের বিশ্বাস অর্জন করতে পারবে না।
এর আগে গত ২০ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদারকে দলের মহাসচিব করেন।