গভীর সমুদ্রবন্দর এ মুহূর্তে দরকার নেই : এমপি লতিফ
চট্টগ্রাম-১১ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) এম এ লতিফ বলেছেন, গভীর সমুদ্রবন্দর এ মুহূর্তে দরকার নেই। এ ব্যাপারে আরো হিসেব-নিকাশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার চিটাগং চেম্বারের শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন এম এ লতিফ। চট্টগ্রামের আগ্রাবাদে চিটাগং চেম্বারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এম এ লতিফ বন্দর এলাকার সংসদ সদস্য।
সংবাদ সম্মেলনে এমপি লতিফ বলেন, ‘গভীর সমুদ্রবন্দর এ মুহূর্তে দরকার নেই। আমি স্পষ্ট করে এ কথা বলেছি। আপনারা হিসেব করে দেখেন। আমি কোনো ইমোশনাল কথা বলছি না। আমি যা বলেছি, আমি বুঝে বলেছি।’
পণ্য আনা-নেওয়াসহ বিভিন্ন বিষয়ে হিসেব করে বিষয়টি নিয়ে চিন্তা করার দাবি জানিয়েছেন এমপি লতিফ।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চিটাগং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় জানানো হয়, চিটাগং চেম্বারের শতবর্ষ উদযাপন ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন উপলক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ২৭ জানুয়ারি থেকে এসব অনুষ্ঠান শুরু হবে বলে জানানো হয়। আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ ছাড়া অনুষ্ঠানসমূহের মধ্যে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য, পর্যটন সুবিধা তুলে ধরার পাশাপাশি ব্যবসায় সম্মেলন ও যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।