চার ঘণ্টা পর রওনা দিল একতা এক্সপ্রেস
ইঞ্জিন বিকল ও চাকা লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় চার ঘণ্টা পর অবশেষে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা দিয়েছে একতা এক্সপ্রেস। আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর থেকে ছেড়ে যায় ট্রেনটি।
এর আগে আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়ে গাজীপুরের সালনায় পৌঁছানোর পর একতা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রেল প্রকৌশলীরা গিয়ে ইঞ্জিনটি মেরামত করেন। আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সালনা ছেড়ে যাত্রা শুরু করে একতা এক্সপ্রেস। কিছুক্ষণ পর জয়দেবপুর স্টেশন এলাকায় পৌঁছে ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া এনটিভি অনলাইনকে জানান, ইঞ্জিন বিকল হওয়ার কারণে জয়দেবপুর জংশনে রাজশাহীগামী ধূমকেতু, টঙ্গী জংশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, মৌচাক স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, মহেরা স্টেশনে চাঁপাই মেলসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে ঢাকার রেল যোগাযোগ।
প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর ইঞ্জিনটি মেরামত করে ট্রেনটি রওনা দেয়। পথে জয়দেরপুর জংশন এলাকায় এর একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দল গিয়ে বগিটি উদ্ধার করলে আজ দুপুর পৌনে ১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, দুই দফা যাত্রাবিরতি ঘটায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে যাঁরা জরুরি কোনো কাজ নিয়ে যাচ্ছিলেন, তাঁরা পড়েন বিপাকে। সেইসঙ্গে একতা এক্সপ্রেসের কারণে বিভিন্ন স্থানে আটকে থাকা ট্রেনগুলোকেও নির্ধারিত সময়ে অন্তত চার থেকে পাঁচ ঘণ্টা দেরিতে গন্তব্যে যেতে হচ্ছে।