কালীগঞ্জ পৌর মেয়র কারাগারে
ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জেলার কালীগঞ্জ উপজেলা পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে। আজ বুধবার দুপুর দেড়টায় ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান তিনি।
জ্যেষ্ঠ বিচারিক হাকি এস এম মনিরুজ্জামান মেয়র মোস্তাফিজুর রহমানের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মেয়র মোস্তাফিজুরের আইনজীবী আজিজুর রহমান জানান, গত বছরের ২ ডিসেম্বর কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পৌরসভার মেয়র ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান বিজু তাঁর লাইসেন্স করা পিস্তল ও শর্টগান দিয়ে গুলি বর্ষণ করেন। এতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক সুমন হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় পরের দিন ৩ ডিসেম্বর পৌরসভা মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়।
ওই দুই মামলায় জামিন নেওয়ার জন্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান মেয়র মোস্তাফিজুর। আদালত মেয়রের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।